কবিতাঃ-হৃদ মাজারে
কবিতাঃ
হৃদ মাজারে থাকও গো
ছাড়িয়া যাইওনা।
তুমি আমার প্রেয়সী
আমি প্রেম পিপাসী
তুমি আমার প্রেমী
কি দিয়ে প্রেম কিনি
প্রেম দিয়ে প্রেম কিনিব
যেতে দেবনা।
হ্নদ মাজারে থাক গো
ছাড়িয়া যাইওনা।
তুমি আমার অন্তরে
মিছে খুজী বাহিরে
তুমায় মিলে প্রেমে
প্রেম রসিকে জানে
প্রেমে প্রেমে হব ফানা
ফিরিয়ে দিওনা।
হৃদ মাজারে থাকও গো
ছাড়িয়া যাইওনা।
তুমি আমার স্রষ্টা
জগতময় দ্রষ্টা
আমি তুমার সৃষ্টি
দিও প্রভু দৃষ্টি।
তুমি দৃষ্টি রাখিলে
মরনেও ছুইবেনা।
হৃদ মাজারে থাকও গো
ছাড়িয়া যাইওনা।
শাহীন শাহ্
কবিতাঃ-সখী
সখী গ সখী গ একবার কাছে আওনা ।।
তুমি আমি মাখামাখি জনমও জনম ।।
তবু সখী আছ দূরে লক্ষ যোজন ।।
কি সন্ধানে পাব সখী আমায় বলনা ।।
সখী গ সখী গ এখবার কাছে আওনা ।।
আমি ছিলাম তুমায় মিশে পরমও আত্মায় ।।
কি কারনে বানাইলা জীবেরও সত্ত্বায় ।।
বিচ্ছেদ অনল জ্বলছে সখী আর যে সহেনা ।।
সখী গ সখী গ একবার কাছে আওনা ।।
একদিন সখী বিলীন হব তুমারই মাঝে ।।
কোনদিন জানি আসবে সেদিন আমারই কাছে ।।
শাহীন শাহ রে মহাকালে বিলীন কর না ।।
সখী গ সখী গ একবার কাছে আওনা ।।
শাহীন শাহ্