Select Page

তবু বলে যাই-কবিতা

মায়াময় জগতে আপন কি, তা জানা হলো না।
একি রূপবতীর গর্ভে ভূমিষ্ঠ হওয়া শিশুর কান্নার আর্তনাদ, তাও বুঝা গেলো না।
অবহেলা সংশয়ে কেটে গেলো যৌবনের শেষ প্রহরগুলী।
তবুও বেছে আছি অবুঝ ভেবে, প্রেরণাহীন তোমাদের মাঝে।
আর কত দিন, কত পথ?
কবে জানি নিঃশেষ হবে, এই বিড়ম্বিত ক্লান্ত রথ।

আমি তোমাদেরই মাঝে ছিলাম, মতাদর্শে অমিল এক নগণ্য বেকুব।
কখনো বুঝিনি এমন দূরত্ব; সৃষ্টি, মানবতা ও মনুষ্যত্ব।
আঘাত হেনেছি কভু সৃষ্টিসুখের আশায়, আলো ছড়ানোর নেশায়।
ঘুমন্ত মানবতায়, মনুষ্যহীনতায়!
ক্ষতবিক্ষত হয়েছো তীরন্দাজের আঘাতে, তবুও ক্ষমা কর আমায়।

আমি পারিনি মিশে যেতে বিসর্জনে, তোমাদের সাথে কালো গঙ্গায়।
আদর্শচ্যুতি নাড়া দেয় বুকে, আমাকে প্রাণে হত্যার ভয় দেখায়।
ভীত আমি আত্মঘাতী হতে পারিনি, হৃদয়ে তবুও রক্তক্ষরণ।
আমি পারিনি মায়াবন্ধনে আবদ্ধ হতে, তোমাদের প্রলুব্ধ ভালবাসায়।

হারিয়ে যাই সবই, শূন্য হস্তে আপন ঠিকানায়।
কার্পণ্যহীনতায় তবু বলে যাই,
আমি তোমাদেরই মতাদর্শে অমিল, সর্বহারা এক নিঃস্ব যুবক।
তবু ক্ষমা কর আমায়।


তাং-০৭/১০/১৭ইং।

  • শারফিন চৌধুরী।
    হবিগঞ্জ।
  • তবু বলে যাই-কবিতা

আরও কবিতা পড়তে এখানে ক্লিক করুন।