সংসার করি শয়তানের সাথে-কবিতা
শ্রেষ্ঠ বলে সৃষ্টি করে
দুশমন দিলায় সঙ্গী করে।
একই ঘরে সংসার করি শয়তানের সাথে।
সর্বদা সে লিপ্ত থাকে
সুযোগ ও সন্ধান খুঁজে।
অনিষ্ট দুশমনি করে
লোভ, মিথ্যার বেঈমান রে।
একই ঘরে বসত করি
কয় জনে তার খবর রাখি?
মোরা শ্রেষ্ঠ বলে বড়াই করি
ওরে ফায়দা নেয় দুশমনে রে।
মানুষ শ্রেষ্ঠ বলে তুমি
দুশমনরেও দিলায় বল।
প্রতিযোগিতার সংসারেতে
শ্রেষ্ঠ হওয়া সহজ নয় রে।
এই অধম কাঙ্গাল ভেবে বলে-
শ্রেষ্ঠত্বের আকৃতির ভিতর
মানব শয়তান যুদ্ধ করে।
বিজয়ী যে হবে ওরে, নেতৃত্ব পায় সে।
মানুষরূপে কার্য সাধন নিজগুণে সে করে।
শ্রেষ্ঠ বলে সৃষ্টি করে
দুশমন দিলায় সঙ্গী করে।
একই ঘরে সংসার করি শয়তানের সাথে।
- শারফিন চৌধুরী।
- ৩০/০৪/২০১৭ ইং।