Select Page

কবিতা

জনম যদি দাও বিধি

যোগী কূলে দিও

না হয় এবার আমায় বিধি

পরম আত্নায় নিও।

জনম দিও যোগী কূলে

না হয় নিও পরম কূলে

না হয় এবার আমায় বিধি

মহামিলন দিও ।।

যোগী কূলে দিও।

আমার জন্ম আমার মৃত্যু

আমার কর্মফল

মায়ার দ্বারা কিনলাম ভবে

জগতের বন্ধন

বিধি আমার মায়ার বন্ধন

ভেঙ্গে ছুড়ে দিও।

যোগীকূলে দিও।

আরও কবিতা পড়তে এখানে ক্লিক করুন।