কবিতা
জনম যদি দাও বিধি
যোগী কূলে দিও
না হয় এবার আমায় বিধি
পরম আত্নায় নিও।
জনম দিও যোগী কূলে
না হয় নিও পরম কূলে
না হয় এবার আমায় বিধি
মহামিলন দিও ।।
যোগী কূলে দিও।
আমার জন্ম আমার মৃত্যু
আমার কর্মফল
মায়ার দ্বারা কিনলাম ভবে
জগতের বন্ধন
বিধি আমার মায়ার বন্ধন
ভেঙ্গে ছুড়ে দিও।
যোগীকূলে দিও।