সততার পরীক্ষা-কবিতা
ওরে আশায় আশায় জীবন গেল
পাইলাম না তর দরশন।
নৈরাশ্য তো হইলাম না রে
ভরসায় বাঁধিলাম ঘর।
শূণ্য ঘরে বসত করে
ইশারায় এই জীবন চলে।
কান্ডজ্ঞানে পাইলাম না রে
অমূল্য তর ধন।
ওরে সরল পথে পথ চলিলাম
যত বাধা তর।
অভুলা রে পাইয়া সহজ
খেলিলে কি খেলা।
এই ভূবনের নগদ হিসাব
বুঝলে ভীষণ জ্বালা।
ডাইনে বামে পক্ষ নিলে
নিরপেক্ষ হইলে না রে।
প্রকাশ্যে তুই নিষেধ দিলে
গোপনে তার সঙ্গ নিলে।
ওরে ধৈর্যচ্যুতি ঘটিলে রে
অভিশপ্ত’য় ফায়দা নিবে।
ও তুই কঠিন থেকে কঠোর হইয়া
সততার পরীক্ষা নিলে।
এই অধম কাঙ্গাল ভাবনায় পড়ে
পাশ ফেইলের খবর লয়।
সততার পরীক্ষা-কবিতা
শারফিন চৌধুরী।
তাং ২১/১১/১৬ইং।